ব্যাটারি চালিত স্কুটারের দাম বিস্তারিত জেনে নিন

আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা জানে না ব্যাটারি চালিত স্কুটারের দাম ও স্কুটার চালানোর নিয়ম এগুলো সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না। আজকে আমরা আপনাদেরকে ব্যাটারী চালিত স্কুটার সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। আর জানতে হলে অবশ্যই আপনাকে পুরো পোস্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে আপনি জানতে পারবেন।
দেশে এখন বেশ কয়েকটি ব্যাটারি চালিত স্কুটার এসেছে স্বল্প মূল্য থেকে অনেক বিলাসবহুল স্কুটার রয়েছে। এইসব স্কুটার আপনি ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন।

ভূমিকা

ব্যাটারি চালিত স্কুটার এখন বাজারে অনেক বেশি এসেছে। বহু দেশে এই স্কুটার ব্যবহার করা হচ্ছে। আবার দেখা যাচ্ছে কিছু কিছু দেশ তার পরিকল্পনা নিচ্ছে। পুরোপুরি না হলেও ধীরে ধীরে পেট্রোল চালিত বাইকের পাশে জায়গা করে নিচ্ছে ব্যাটারি চালিত স্কুটার। জ্বালানি বাইকেরর ক্ষেত্রে যেমন লড়াই থাকে মাইলেজ নিয়ে ঠিক তেমনি ব্যাটারি চালিত স্কুটার ক্ষেত্রেও অন্যতম চাহিদা রেঞ্জ থাকে। রিপোর্ট অনুযায়ী বলা হয় যে Li Mega গাড়িটি ১৫ মিনিটে ফুল চার্জ হতে পারে।

ব্যাটারি চালিত স্কুটারের দাম

আমাদের দেশে এখন দুই রকম বাইক পওয়া যায় একটা চলে প্রেটল অকটেন বা গ্যাস দিয়ে আরেকটা চলে ব্যাটারি দিয়ে যেটার নাম স্কুটার। তবে স্কুটারের একটু পার্থক্য পাবেন স্কুটার তেলে চলা বাইকের থেকে একটু ছোট আর তেলে চলা বাইকের থেকে স্পিড একটু কম স্কুটারের কোন শব্দ নেই তেলের বাইকের মত। রাস্তার পাশে দিয়ে গেলেও আপনি বুঝতে পারবেন না যে রাস্তা দিয়ে কোন বাইক গেল। অনেক মানুষ এখন ব্যাটারি চালিত স্কুটার কিনে এই বাইকের দাম একটু কম বলে।

যাদের ইচ্ছা থাকা সত্যেও অনেক দামের জন্য বাইক কিনতে পারেন না তারা এই স্কুটার কিনতে পারেন।ব্যাটারি চালিত স্কুটার কিনার পর অনেক মানুষ ভাবে এই স্কুটারের রেঞ্জ শেষ হলে কিভাবে চারঞ্জ দিবে দূরে যাবার পথে যদি এমন হয় তখন কি করবে এটা ভাবে। এই স্কুটার আপনি একবার ফুল চারঞ্জ দিলে এটা আপনার স্কুটার প্রায় ৭০/৮০ কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। সবার কাছে একটাই ভয় থাকবে চার্জ শেষ হলে কি করবে রাস্তায় আর তেল শেষ হলে আপনি যে কোন জায়গা থেকে তুলে নিতে পারবে।

নতুন স্কুটারের দাম

আমাদের দেশে এখন কোম্পানির বিভিন্ন মডেলের বাইক দেখা যায়। অনেক মানুষ মনে করে তার একটা নিজের বাইক থাকবে কিন্ত দাম অনেক বেশি হওয়ার কারনে কিনতে পারে না। এই জন্য অনেক মানুষ স্কুটার কিনার সিদ্ধান্ত নেন ।আমাদের দেশে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের স্কুটার রয়েছে। বিভিন্ন কোম্পানির স্কুটার রয়েছে েএক এক কোম্পানির প্রাইস এক এক রকম রাখা হয়েছে।চলুন তাহলে জেনে নিই কোন কোম্পানির স্কুটারের প্রাইস কেমন রাখা হয়েছে। নিচে কিছু কোম্পানির স্কুটারের নাম এবং তার দাম দেওয়া হলোঃ
  • Runner eWave Electrica - 125000 /- দাম একটু কম বেশি হতে পারে।
  • Runner eWave Eco - 108000 /- দাম একটু কম বেশি হতে পারে।
  • Runner eWave Voltage - 102000 /- দাম একটু কম বেশি হতে পারে।
  • Green Tiger GT-5 Pulse - 77500 /- দাম একটু কম বেশি হতে পারে।
  • Bir Magnum - 73500 /- দাম একটু কম বেশি হতে পারে।
  • Bir SUN RA EM-10 - 66000 /- দাম একটু কম বেশি হতে পারে।
  • Bir Nova - 65000 /- দাম একটু কম বেশি হতে পারে।
  • Exploit 06 - 65000 /- দাম একটু কম বেশি হতে পারে।
  • Bir Eco - 57500 /- দাম একটু কম বেশি হতে পারে।
  • Green Tiger GT-033 - 46000 /- দাম একটু কম বেশি হতে পারে।

স্কুটার চালানোর নিয়ম

আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বাইক চালানো জানে না। আবার অনেক জন আছে নতুন বাইক চালানো শিখছে। যারা নতুন বাইক চালাবেন বা যারা পরে চালাবেন তাদের জন্য কিছু বলে যাই। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের রাস্তায় কিন্ত বাম দিক দিয়ে বাইক চালাতে হয় এটাই আমাদের দেশের নিয়ম। যখন আপনি বাইক রাইড করবেন তখন অব্যশই আপনাকে বাইকের লুকিং গ্লাস ঠিক করে নিতে হবে।

শুধু বাংলাদেশ বলে না আপনি পৃথিবীর যেই দেশেই জান আপনাকে বাইক চালানোর সময় লুকিং গ্লাস ঠিক করে নিতে হবে। আমাদের দেশে গতিসীমা দেওয়া আছে হাইওয়ে রাস্তায় ৮০ কি.মি ঘন্টা আর আপনি যখন আবাসিক এলাকার মধ্যে গাড়ি চারাবেন তখন ৪০ কি.মি ঘন্টা এটা মেনে চলতে হবে। এই নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে মানুষ অনেক দূরঘটনা থেকে বেচে যাব।

আপনি স্কুটার চালানোর সময় অব্যশই আপনাকে রাস্তার যেসব চিহ্ন গুলো বা দাগ দিয়া থাকে সেটার কাজ কি জানতে হবে। আপনি যখন ডানে থেকে বামে বা বামে থেকে ডানে জাবেন তখন আপনাকে স্কুটারের এন্ট্রি কাটার ব্যবহার করতে হবে যাতে আপনার পিছনের গাড়ি বা সামনের অন্য কোন গাড়ি বুজতে পারে আপনি কোন দিকে যাবেন। স্কুটার চালানোর আগে আপনাকে ভালো করে স্কুটারের সকল কিছু চেক করে নিতে হবে।

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক আপনারা হয়তো এত সময় জেনে গেছেন ব্যাটারি চালিত স্কুটারের দাম কত এছাড়াও স্কুটার চালানোর নিয়ম। স্কুটারের দাম বিভিন্ন স্কুটার সম্পর্কে আপনাদের তথ্য জানা হয়ে গেছে। দেশে এখন ব্যাটারি চালিত স্কুটার অনেক এসেছে এটি ব্যাটারির মাধ্যমে চলছে। ব্যাটারি চালিত স্কুটার মানুষের হস্তক্ষেপ ছাড়াই রাস্তা পথ নেগেটিভ করে স্কুটার চালাতে পারে।

এতে থাকা উন্নন্ত প্রযুক্তি স্কুটারটি সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে মোরা বলে মনে করা হয়। আজকের লেখা আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে তবে প্রতিদিন নতুন নতুন তথ্য পেতে আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এবং আপনার যদি কোন মন্তব্য থাকে তা কমেন্ট করে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url