নতুন বাইকের দাম সম্পর্কে জানুন

প্রিয়গ্রাহক আজকে আমরা আপনাদেরকে জানাবো নতুন বাইকের দাম ও পুরাতন বাইকের দাম সম্পর্কে। আর বাইকের দাম সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে হলে অবশ্যই আপনাকে পুরো পোস্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে পড়তে হবে তাহলেই আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন। আশা করি আজকের পোস্ট আপনার অনেক বেশি উপকারে আসবে।
নতুন বাইক আমরা সবাই পছন্দ করি। বাইক অনেকের কাছে খুব প্রশান্তির কারণ বর্তমানে বাইক একটা ছেলে মেয়ে উভয়ের কাছে ইমোশন হয়ে গেছে। আর আমাদের শহরে এখন যেই যানজট বেড়ে চলছে আর এই শহরে একটা যদি নিজের বাইক থাকে আপনার কাছে অবশ্যই প্রশান্তি লাগবে। আপনি যখন একটি গাড়ি কিনতে যাবেন তখন অবশ্যই তার আগে আপনাকে গাড়ির দাম সম্পর্কে জানতে হবে।

ভূমিকা

বর্তমানে অনেক ছেলে আছে যাদের স্বপ্ন যে তাদের একটা নিজেদের বাইক থাকবে তবে অনেক সময় দেখা যায় টাকা কমের জন্য অনেক ছেলে তাদের পছন্দের বাইকটি কিনতে পারেনা। বর্তমানে প্রতিটি ছেলেরই ইমোশন হয়ে গেছে একটি বাইক। ইট পাথরের রাস্তায় আরামদায়ক ভ্রমণ হচ্ছে একটি বাইক যানযটের শহরে ব্যক্তিগত বাইক অনেকের কাছেই প্রশান্তি।

আমাদের পোস্টে আপনি নতুন বাইকের দাম ও পুরাতন পুরাতন বাইকের দাম সম্পর্কে জানতে পারবেন আসুন তাহলে আরো বিস্তারিত জেনে নিই।

নতুন বাইকের দাম

বর্তমানে আমাদের দেশে অনেক কোম্পানির বিভিন্ন ধরনের বিভিন্ন ব্রান্ডের বাইক রয়েছে। আগে বাইকের ব্যবহার কম থাকলেও এখন আমাদের দেশে বাইক প্রায় সবাই ব্যবহার করে। আবার অনেক মানুষ আছে যারা নতুন একটা বাইক কিনবে মনে করছেন কিন্ত ভেবে পায় না কি বাইক কিনবো কত টাকার মধ্যে কেমনে বাইক হবে। 

আমাদের দেশের সবাই দামি দামি ব্রান্ডের বাইক কিনতে পারে না। কম টাকার মধ্যে একটা ভালো মানের বাইক খুজে। আগের তুলনায় এখন আমাদের দেশে অনেক বেশি বাইক আসছে আর নতুন নতুন কোম্পানির নতুন নতুন ব্রান্ডের গাড়ি আসছে। কিছু নতুন বাইকের দাম ও তার নাম সম্পর্কে চলুন জেনে নিই।
  • Yamaha R15M (Dual Channel ABS Edition) - ৬৭৫,৫০০/- দাম কম বেশি হতে পারে।
  • Yamaha R15 V4 (ABS) - ৬০০,০০০/- দাম কম বেশি হতে পারে।
  • Yamaha R15 V3 (Indian) - ৪৮৫,৫০০/- দাম কম বেশি হতে পারে।
  • Yamaha MT 15 (ABS) V2 - ৫২৫,০০০/- দাম কম বেশি হতে পারে।
  • Yamaha MT 15 (ABS) - ৪৩৯,০০০/- দাম কম বেশি হতে পারে।
  • Honda CB150R Exmotion (ABS) - ৫৫০,০০০/- দাম কম বেশি হতে পারে।
  • Honda CB Hornet 160R (ABS) - ২৫৫,০০০/- দাম কম বেশি হতে পারে।
  • Honda X-Blade 160 (ABS) - ২১৮,৫০০/- দাম কম বেশি হতে পারে।
  • Bajaj Pulsar N250 (FI ABS) - ৩৩৯,৯৯৯/- দাম কম বেশি হতে পারে।
  • Bajaj Pulsar NS 160cc (FI ABS) - ২৬২,৫০০/- দাম কম বেশি হতে পারে।
  • Suzuki GSX R150 (ABS) - ৪৫৫,০০০/- দাম কম বেশি হতে পারে।
  • New Gixxer SF (FI ABS) - ৩২২,৯৫০/- দাম কম বেশি হতে পারে।
  • Suzuki Gixxer Mono Tone - ২০৯,৯৫০/- দাম কম বেশি হতে পারে।
  • TVS Apache RTR 160 4V(Smart-X, ABS) - ২৬৯,৯৯০/- দাম কম বেশি হতে পারে।
  • TVS Apache RTR 160 4V (dual disc) - ২৩৪,৯৯০/- দাম কম বেশি হতে পারে।
  • TVS Rider 125 (SD) - ১৬০,৯৯৯/- দাম কম বেশি হতে পারে।

পুরাতন বাইকের দাম

আপনি একটা বাইক কিনবেন ভাবছেন। কিন্ত আপনি বুঝতে পারছেন না নতুন বাইক কিনবেন নাকি পুরাতন বাইক কিনবেন। বর্তমানে আমাদের দেশে পুরাতন বাইকের দোকান অনেক বেশি হয়ে গেছে। যাদের বাজেট কম আছে তারা পুরাতন বাইক কিনতে পারেন। অনেক পুরাতন বাইকের দোকান আছে এখন যেখানে কম দামে ভালো মানের সেকেন্ড হেন্ড বাইক পাওয়া যায়। 

তবে মনে রাখবেন পুরাতন বাইক কিনার পরে আপনাকে কিছু কাজ করাতে হতে পাড়ে। অনেক পুরাতন বাইক ভালো কন্ডিশন থাকে আবার অনেক পুরাতন বাইকের অতো বেশি ভালো কন্ডিশন থাকে না। এইজন্য পুরাতন বাইক কেনার সময় অবশ্যই আপনাকে ভালো করে যাচাই-বাছাই করে নিতে হবে।

কারণ একটা গাড়ি আপনি একদিন দুই দিনের জন্য কিনে চালানোর জন্য কিনবেন না কারণ মানুষ বাইক কিনে চালানোর জন্য। আপনি একটা বাইক কিনলেন কিন্তু সেই বাইকটি বেশিদিন চালাতে পারলেন না তাইলে কি হবে তখন আবার আপনাকে বাইকের জন্য নতুন ভাবে টাকা খরচ করতে হবে।

এইজন্য আমাদের একবারে পুরাতন বাইক না কিনায় ভালো। কম দামে বাইক কিনে নিয়ে ভাবছেন যে গাড়ি কিনেছেন কম দামে আপনি কিন্ত সেই গাড়ি দেখবেন কিছু কিছু দিন পর পর নষ্ট হবে। এইজন্য নতুন বাইকের দাম একটু বেশি হলেও নতুন বাইক কেনার চেষ্টা করবেন। বর্তমানে পুরাতন বাইক আপনি সব রকম দামেই পাবেন ২০০০০/৩০০০০০ হাজার থেকে শুরু করে আপনি অনেক দামি বাইক পর্যন্ত কিনতে পাবেন। 

যাদের বাজেট একবারে কম তারা ৫০০০০ হাজার থেকে ১ লক্ষ টাকা বাজেট করলে ভালো মানের একটা ছোট খাটো সেকেন্ড হেন্ড গাড়ি পাবেন। নতুন বাইকের দামের থেকে পুরাতন বাইকের দাম আমাদের অনেকটাই কমে পাওয়া যায়। তবে বর্তমানে আমাদের দেশে পুরাতন গাড়ি প্রায় সব রকম দামেই পাওয়া যায়।

পালসার নতুন বাইকের দাম

পালসার বাইকের অনেক ধরনের মডেল আমাদের বাংলাদেশ আছে। ২০২৪ সালে আমাদের বাংলাদেশ পালসার কোম্পানি নতুন কিছু বাইক নিয়ে এসেছে। পালসার কোম্পানি নতুন কি বাইক আসেছে এটা অনেক মানুষ জানে না আবার অনেক মানুষ জেনে সেই বাইক কিনে ব্যবহার করছে। আমাদের দেশে এখন পালসার কোম্পানির যে বাইকটার চর্চা শুরু হয়েছে। 

বাইকটার নাম পালসার এন ২৫০ (সিসি) পালসার নতুন বাইকের দাম বাংলাদেশের বাজারে প্রায় ৩ লক্ষ ৪০ হাজার টাকার মতো রাখা হয়েছে এই বাইকটির দাম। বুঝতেই পারছেন এই গাড়ি সবাই কিনতে পারবে না। দাম শুনেই বোঝা যাচ্ছে এটি সাধারণ পরিবারের মানুষের জন্য না। এই গাড়ি কিনতে হলে আমাদের অনেক টাকা খরচ করতে হবে যেটা সবাই পারবে না কারো মোটা টাকা আছে আবার কারো নাই। 

পালসার কোম্পানি যত দিন যাচ্ছে তত বেশি মডেলের এবং হায়ার সিসির বাইক নিয়ে আসছে আমাদের দেশে। আপনি চাইলে আপনার বাজেট অনুযায়ী পালসার কোম্পানির অন্য কোনো বাইক কিনতে পারেন।

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক আপনারা হয়তোবা এত সময় জেনে গেছেন নতুন বাইকের দাম ও পুরাতন বাইকের দাম পালসার বাইকের দাম সম্পর্কে আপনাদের এত সময় জানা হয়ে গেছে। আমাদের মাঝে অনেকেই আছে যারা বাইক কিনতে চাই কিন্তু নতুন বাইক কিনতে কত টাকা খরচ হবে ও পুরাতন গাড়ি কিনলে কত টাকা খরচ হবে এগুলো সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না।

আপনি যদি আমাদের পোস্টটা পড়েন তাহলে অনেক উপকৃত হবেন বাইকের দাম সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে পারবেন। আজকের লেখা পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রতিদিন নতুন নতুন তথ্য পেতে আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এবং আপনাদের যদি কোন মন্তব্য থাকে তা কমেন্ট করে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url