আজকের পুরাতন স্বর্ণের দাম কত বাংলাদেশে
প্রিয় পাঠক আপনারা হয়তো পুরাতন স্বর্ণের দাম কত বাংলাদেশে তা জানতে চাচ্ছেন কিন্তু জানতে পাচ্ছেন না তাহলে আমার এই পোস্টেটি মনোযোগ সহকারে পড়ুন এবং জেনে নিন বাংলাদেশে পুরাতন স্বর্ণের দাম কত।
আমার এই পোস্টটি পড়লে বাংলাদেশের বাজারে পুরাতন স্বর্ণের দাম কত এবং কোন ক্যারেটের স্বর্ণের দাম কত সব জানতে পারবেন এই পোস্টটি পড়লে তাই মনোযোগ দিয়ে পড়ুন এই পোস্টটি।
পুরাতন স্বর্ণের দাম ২০২৪ ২১ ক্যারেট
আপনারা নিশ্চয়ই 21 ক্যারেট সোনার দাম কত চলছে জানতে চাইছেন, আজকে আমি আপনাদের বাংলাদেশের সোনার দাম কত চলছে সেই বিষয়ে সঠিক তথ্য আপনাদের কাছে উপস্থাপন করব। প্রত্যেকদিন ইন্টারনেটে বহু মানুষ 21 ক্যারেট সোনার দাম কত চলছে বাংলাদেশ জানতে চান।
প্রাচীন কাল থেকেই মানুষ সোনার ব্যবহার করে আসছে, বর্তমান সময়ে সোনার ব্যবহার বেশিরভাগ অলংকার অর্থাৎ গহনা তৈরীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে প্রাচীনকালে মানুষেরা পণ্য কেনার জন্য কিংবা ব্যবসায় লেনদেনের জন্য সোনা ব্যবহার করত। বর্তমান সময়ে সোনার ব্যবহার আভিজাত্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে, আর যার কারণেই মানুষ 21 ক্যারেট সোনার দাম কত চলছে জানতে চায়।
21 ক্যারেট স্বর্ণের দাম
- 1 গ্রাম 9,019 টাকা দাম কম বেশি হতে পারে।
- 1 ভরি 1,05,197.61 টাকা
- 1 আনা 6,573.94 টাকা
- 1 রতি 1,095.80 টাকা
22 ক্যারেট স্বর্ণের দাম কত ২০২৪
সোনা, এক অমর আকর্ষণ, যুগ যুগ ধরে মানব সভ্যতাকে মুগ্ধ করে আসছে। কেবল তার চকচকে রূপ ও অপরূপ সৌন্দর্যই নয়, বরং এর বহুমুখী গুণাবলী সোনাকে করে তুলেছে অমূল্য। ঐতিহাসিক, অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে সোনার গুরুত্ব অপরিসীম।
আমরা যখন বাজারে স্বর্ণ কিনতে যাই বা গহনা সোনা কিনতে যাই তাহলে আপনাদের অনেকেই জেনে নেয়া উচিত যে আমাদের সব সময় ২২ ক্যারেট গহনা সোনা কিনা উচিত কারণ অন্যান্য ক্যারেট সোনার থেকে ২২ ক্যারেট সোনায় খাদ সব থেকে কম থাকে তাই বন্ধুরা আপনাদের সুবিধার্থে এখানে আমি আপনাদের ২২ ক্যারেট সোনার দাম কত চলছে প্রতি ভরিতে তা বিস্তারিত জানিয়ে দিয়েছি তো চলুন দেখে নেয়া যাক।
২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম
- ১ ভরি, ১,০৯,১৬৩ টাকা দাম কম বেশি হতে পারে।
- ২ ভরি, ২,১৮,৩২৬ টাকা দাম কম বেশি হতে পারে।
- ৩ ভরি, ৩,২৭,৪৯০ টাকা দাম কম বেশি হতে পারে।
- ৫ ভরি, ৫,৪৫,৮১৬ টাকা দাম কম বেশি হতে পারে।
- ১০ ভরি, ১০,৯১,৬৩০ টাকা দাম কম বেশি হতে পারে।
- ৫০ ভরি, ৫৪,৫৮,১৬০ টাকা দাম কম বেশি হতে পারে।
- ১০০ ভরি , ১০,৯১,৬৩০০ টাকা দাম কম বেশি হতে পারে।
২৪ ক্যারেট সোনার দাম ২০২৪ বাংলাদেশ
স্বর্ণ ক্রয় করতে গেলে ২৪ ক্যারেট স্বর্ণ হলো সর্বোত্তম। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে, আপনি যদি কোন স্বর্ণ অলংকার প্রস্তুত করতে চান সেক্ষেত্রে ২৪ ক্যারেট স্বর্ণ কখনোই সর্বোত্তম হয়ে উঠতে পারে না। সর্বদা ২৪ ক্যারেট স্বর্ণ আপনার কাছে তখনই সর্বোত্তম হয়ে উঠবে যখন আপনি বিশুদ্ধ স্বর্ণ বিস্কুট অথবা স্বর্ণ বার ক্রয় করবেন। কারণ বিশুদ্ধ ২৪ ক্যারেট স্বর্ণ সর্বদা খাঁটি হয়ে থাকে, আর খাঁটি কথার অর্থ হল খাদ-বিহীন। তাই বিশুদ্ধ ২৪ ক্যারেট স্বর্ণ সর্বদা নমনীয় ও ভঙ্গুর হয়ে থাকে। এজন্য এই বিশুদ্ধ ও খাঁটি স্বর্ণ দ্বারা অলংকার প্রস্তুত করা সম্ভব নয়।
বিশুদ্ধ ২৪ ক্যারেট স্বর্ণ হল ১০০ শতাংশ খাঁটি এই স্বর্ণ মাধ্যমে অন্য কোন ধাতুর মিশ্রণ থাকে না। স্থানীয় বাজারে আপনি খোঁজ করলে অতি অবশ্যই বুঝতে পারবেন যে এই ২৪ ক্যারেট সোনা সর্বদা ৯৯.৯ শতাংশ খাঁটি হিসাবে পরিচিত এবং এই স্বর্ণের নিজস্ব একটি স্বতন্ত্র ও উজ্জ্বল হলুদ রং সর্বদা বজায় থাকে।
এজন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বহু স্বর্ণ প্রেমী মানুষ বিশুদ্ধ ২৪ ক্যারেট স্বর্ণ ক্রয় করতে চান। অবশ্য বিশুদ্ধ স্বর্ণ ক্রয় করতে গেলে আপনাকে অতি অবশ্যই জানতে হবে বিশুদ্ধ ২৪ ক্যারেট সোনার দাম কত চলছে আজ বাংলাদেশের বাজারে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রতি এক গ্রাম, এক ভরি, এক আনা ও চার আনা বিশুদ্ধ ২৪ ক্যারেট স্বর্ণের বর্তমান দাম কত চলছে।
- ২৪ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম/১ ভরি) ১,১৪,৮৭৮ টাকা দাম কম বেশি হতে পারে।
- ২৪ ক্যারেট (১০ গ্রাম) ৯৮,৪৯০ টাকা দাম কম বেশি হতে পারে।
- ২৪ ক্যারেট (১ গ্রাম) ৯,৮৪৯ টাকা দাম কম বেশি হতে পারে।
- ২৪ ক্যারেট (১ আনা) ৭,১৭৯ টাকা দাম কম বেশি হতে পারে।
- ২৪ ক্যারেট (৪ আনা) ২৮,৭১৯ টাকা দাম কম বেশি হতে পারে।
- ২৪ ক্যারেট (১ কেজি) ৯৮,৪৯,০০০ টাকা দাম কম বেশি হতে পারে।
বিক্রি করতে গেলে সোনার দাম কমে যায় কেন
আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য ওঠানামা, তেলের দাম, মুদ্রাস্ফীতিসহ নানা সংকটের কারণেই বিশ্বব্যাপী সোনার দাম উঠানামা করছে। মাপবিশেষে যখন যে দাম নির্ধারণ করে দেওয়া হয়, দেশের যেকোনো জায়গায় সে দামেই সোনা বিক্রি হয়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url