গরমে কী খেলে শরীর ঠান্ডা থাকবে ?
গরমে কী খেলে শরীর ঠান্ডা থাকবে ?
গরমে কী খেলে শরীর ঠান্ডা থাকবে সম্পর্কে জানতে চাচ্ছেন কিন্তু জানতে পাচ্ছেন না তাহলে আমার এই পোস্টেটি মনোযোগ সহকারে পড়ুন এবং জেনে নিন গরমে কী খেলে শরীর ঠান্ডা থাকবে সম্পর্কে বিস্তারিত।
আজকে আমরা জানবো গরমে কী খেলে শরীর ঠান্ডা থাকবে বিস্তারিত আরও অনেক কিছু জানবো। আমার এই পোস্টেটি মনোযোগ সহকারে পড়ুন।
ভূমিকা:
গরমের তীব্রতায় প্রাণ হাসফাঁস। এই তীব্র গরমে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে আপনাকে খেতে হবে কিছু খাবার। গরমের এই সময়ে খাবার খেতে হবে বুঝেশুনে। এমন খাবার খাওয়া যাবে না যেগুলো শরীর গরম করে দিতে পারে। তাই সতর্ক হওয়া জরুরি। কোন খাবার খেলে শরীর ঠান্ডা থাকবে তা জেনে নিতে হবে। চলুন তবে জেনে নেওয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে যেগুলো এই গরমে আপনার শরীর ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করবে-
পানি:
আমরা সবাই জানি গ্রীষ্মকালে আমাদের শরীরে পানি ঘাটতি সবচেয়ে বেশি দেখা যায় । এই সময় তাপমাএা ৩৬-৪২ ডিগ্রি ফারেনহাইটে ওঠানামা করছে, তখন আমাদের শরীর থেকে প্রতিদিন প্রায় দুই থেকে আড়াই লিটার পানি বের হয়ে যাচ্ছে ।
পানির দরকার হলে মস্তিষ্কের হাইপোথ্যালামাসের তৃষ্ণাকেন্দ্র সক্রিয় হয়ে ওঠে এবং আপনার পিপাসা পায় ফলে আমাদের শরীরে পানি শূন্যতা দেখা যায় । আমাদের এই পানি শূন্যতা দূর করতে প্রতিদিন প্রায় আমাদের দুই থেকে তিন লিটার বা ছয়-আট গ্লাস পানি পান করতে হবে। এছারাও পানি শূন্যতা দূর করতে ফলের রস, জুস, ডাবের পানি, আখের রস ইত্যাদি পান করা শরীরের জন্য উপযোগী ।
দই:
দই এটি এক ধরনের প্রয়োবায়োটিক যা এই গরমে আপনাকে সতেজ রাখতে কাজ করবে। দই শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই গরমের সময় প্রতিদিন দই খাওয়ার অভ্যাস করুন। গরমে সুস্থ থাকতে চাইলে নিয়মিত খাবারের পর দই রাখুন।
শশা:
শরীরকে গরম থেকে রক্ষা করতে ও ঠান্ডা রাখার জন্য উপকারী খাবার হলো শশা। শশাতে ক্যালোরি থাকে কম এবং এটি হাইড্রেটিং একটি খাবার।শসায় যে পানি থাকে, তা আমাদের দেহের বর্জ্য ও বিষাক্ত পদার্থ অপসারণে অনেকটা অদৃশ্য ঝাড়ুর মতো কাজ করে।আপনার প্রতিদিনের সালাদ, স্মুদি কিংবা অন্যান্য ডিশ তৈরিতে রাখতে পারেন শশা।নিয়মিত শসা খাওয়ায় কিডনিতে সৃষ্ট পাথরও গলে যায়।
দৈনন্দিন জীবনে আমাদের দেহে যেসব ভিটামিনের দরকার হয়, তার বেশিরভাগই শসার মধ্যে বিদ্যমান।ভিটামিন এ, বি ও সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ায়।শশাতে পানির পরিমাণ বেশি থাকার কারণে তা আপনাকে গরমেও হাইড্রেটেড থাকতে সাহায্য করবে। তাই গরমের সময়ে শশা থাকুক আপনার খাবারের তালিকায়।
আখের রস:
গরমের এই ক্লান্তি দূর করতে এবং শরীরকে ঠান্ডা রাখতে আখের রসের গুরুত্ব অপরিসীম। গরমের ক্লান্তি দূর করতে সাহায্য করে আখের রস। আখের রসে রয়েছে ভিটামিন ও মিনারেলর এর ভালো উৎস। যা শরীরের ক্যালরির পাশাপাশি ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, এবং ম্যাগনেসিয়াম মেলে এই আখের রস থেকে। পানি জাতীয় খাবার আখের রস খেলে প্রসাবে জ্বালাপোড়া দূর হয় ও কিডনি ভালো থাকে। আখের রস লিভারের জন্য বেশ উপকারী। জন্ডিসের রোগীদের আখের রস খাওয়ার পরামর্শ দেয় ডাক্তাররা।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url